কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শামসুন্নাহার ওরফে সইসোনা নামে আলোচিত মাদক সম্রাজ্ঞী ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
অভিযান শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত হয়।
সেনাবাহিনীর রবিবার (২৫ জানুয়ারি) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং প্রায় ১১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পাওয়া যায়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়- পাঁচটি দেশীয় অস্ত্র; ৬২১টি ইয়াবা বড়ি; নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা; প্রায় ১০ ভরি স্বর্ণালংকার; তিনটি ফাঁকা চেক; ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন; দুটি বাটন ফোন; ১২টি ফাঁকা স্ট্যাম্প; সন্দেহজনক লেনদেন সংক্রান্ত নথি।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিটিসি নিউজকে জানান, জব্দকৃত আলামত ও গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

















