BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ : তারেক রহমান

বিএনপি ছাড়া জনগণের সামনে দেশ পরিচালনার পরিকল্পনা দেয়নি কেউ : তারেক রহমান

কুমিল্লা ব্যুরো: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া দেশের মানুষের সামনে দেশ পরিচালনার সুস্পষ্ট কোনো পরিকল্পনা এখনো কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। তার অভিযোগ, অন্যরা পরিকল্পনা উপস্থাপনের বদলে শুধু বদনাম ও সমালোচনায় ব্যস্ত রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘৫ আগস্টের পরিবর্তনের পর দেশের মানুষ অনেক প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে আমাদের কাজ করতে হবে। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি পরিকল্পনা কীভাবে করতে হয় এবং কীভাবে বাস্তবায়ন করতে হয়।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ‘আমরা কখনো বলিনি, ফ্যামিলির সব দায়িত্ব সরকার নেবে। আমরা বলেছি ধাপে ধাপে মানুষের প্রয়োজন পূরণ করব। একটি নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর। এই সময়ের মধ্যেই যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা থাকবে।’

কৃষকদের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। কেউ কেউ বলছে আমরা নাকি ধোঁকা দিচ্ছি। আমি যদি ধোঁকা দিই, তাহলে পরেরবার মানুষ আমাকে বিশ্বাস করবে না। রাজনীতি করতে হলে কথা দিয়ে কথা রাখতে হয়।’

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচনে বিজয়ী হলে সারা দেশে খাল খনন শুরু করা হবে। সরকার গঠন করতে পারলে চৌদ্দগ্রাম থেকেই খাল খননের উদ্বোধন করা হবে।

বেকারত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এই অঞ্চলের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করতে যায়। প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষা শিক্ষা চালু করা গেলে তারা ভালো চাকরি পাবে।’ পাশাপাশি ঘরে বসে উৎপাদন করা নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ঋণ ও পণ্য রপ্তানির ব্যবস্থার কথাও জানান তিনি।

ধর্মীয় সেবার প্রসঙ্গে তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিবদের জন্য মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। পাশাপাশি তাদের কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা না করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমি চাইলে এখানে দাঁড়িয়ে প্রতিপক্ষের কঠোর সমালোচনা করতে পারতাম। কিন্তু তাতে মানুষের উপকার হবে না। গীবত করে মানুষের পেট ভরবে না। মানুষ জানতে চায়, আমি তাদের জন্য কী করতে চাই।’

তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। ‘মানুষ চায় পরিবার নিয়ে নিরাপদে ভালো থাকতে। আমরা সেই নিশ্চয়তা দিতে চাই।’

সমাবেশ শেষে সবাইকে সঙ্গে নিয়ে স্লোগান দেন তারেক রহমান—‘করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

এর আগে দুপুর থেকেই চৌদ্দগ্রাম এইচ. জে. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় জমে। রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদা, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং জাতীয় পার্টি (জাফর) নেতা কাজী নাহিদ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাফজয়ী নারী দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে আর্সেনালকে হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস আদমদীঘিতে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ ‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার রাজশাহীতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ ঢাকার ধামরাইয়ে গার্ডকে হাত-পা ও মুখ বেঁধে রেখে ৬৩৩ বস্তা চাল লুট নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার