মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহবান জানিয়ে স্রোগানে স্রোগানে মুখরিত বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজার।
রবিবার বিকেলে পুটিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি গণমিছিল বের হয়ে ভাটখালী বাজারের বিভিন্ন অলিগলিতে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেন নেতাকর্মীরা।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলি আজিম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. হারুন অর রশীদ, ইঞ্জিনিয়ার সোহেল মোল্লা, যুবদল নেতা শামীম মৃধা মুকুল, জাহিদ হাওলাদার, বিএনপি নেতা রোকা মিয়া, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজোয়ান হাওলাদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখান করবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রæয়ারি ধানের শীষ প্রতীকের সোমনাথ দে কে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

















