BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে সিএনজি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের নবজাতকের মৃত্যু, আহত-৩

নবীগঞ্জে সিএনজি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের নবজাতকের মৃত্যু, আহত-৩

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট-নতুনবাজার এলাকায় সিএনজি ও মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২৮ দিনের এক নবজাতক কন্যা শিশু নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, শিশুটির মা জেসমিন আক্তার (২৫), বাবা অনিক মিয়া (২৮) ও মিশুক গাড়ির চালক এমরান মিয়া (৩২)। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুর পিতা অনিক মিয়া বিটিসি নিউজকে জানান, তিনি রবিবার দুপুরে তার স্ত্রী ও ২৮ দিনের মেয়েকে নিয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নতুনবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি তাদের মিশুক গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তার নবজাতক কন্যা মাথায় গুরুতর আঘাত পায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই শিশুটি অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। তবে পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত নবজাতকের চাচা রাহেল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বিটিসি নিউজকে জানান, আমি আগামী শুক্রবার প্রবাসে যাওয়ার কথা ছিল। আমাদের পরিবারের সবাই মিলে আজ আমার বাতিজির নাম রাখার আয়োজন করেছিলাম। আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু এভাবে আমার কলিজার টুকরা বাতিজি আমাদের ছেড়ে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কৌশিক দেবনাথ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নবজাতকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আদমদীঘিতে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ ‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার রাজশাহীতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ ঢাকার ধামরাইয়ে গার্ডকে হাত-পা ও মুখ বেঁধে রেখে ৬৩৩ বস্তা চাল লুট নির্বাচনে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ভোলার লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা রাজধানীর সায়েদাবাদে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-৬ কক্সবাজারে আলোচিত মাদক সম্রাজ্ঞী সইসোনা সহযোগীসহ গ্রেপ্তার-৩