ফেনী প্রতিনিধি: ক্ষমতায় গেলে ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ফেনীতে মেডিকেল কলেজ করা হবে। এর পাশাপাশি সারা দেশে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, গৃহিনীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে।

তরুণদের জন্য কর্মসংস্থান এবং ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হবে বলেও জানান তারেক রহমান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

















