BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুইদিন ব্যাপী পৃথক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় সার্বিক দায়িত্ব পালন কওে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

প্রশিক্ষন শেষে রোববার (২৫ জানুয়ারী) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্টানে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ৯টি উপজেলার ৫০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে তিনি বলেন নির্বাচনকালীন সাংবাদিকদেও দায়িত্ব আরোও বেশী সংবেদনশীল হয়ে উঠে।

বস্তনিষ্ঠু,তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গনতন্ত্রকে শক্তিশালী করে। সাংবাদিকদেও পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরো বলেনআসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপুর্ণ। ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগনের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদেও ভৃমিকা অনস্বীকার্য। নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ পরিবেশনে সঠিকতা ,ভারসাম্য ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরী।

বিভ্রান্তিকর তথ্য, গুজব ও বা অপতথ্য নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্থ করতে পাওে বলেও তিনি সতর্ক করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন রিসোর্স পারসন সালাহউদ্দিন আহমাদ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল।

এদিকে নগরীর শালবাগান এলাকায় সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক নিয়ে দুইদিনব্যাপী পৃথক নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড.মোহাঃ ফরিদ উদ্দিন খান প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাঃ আবদুল আউয়াল। এ সময় রিসোর্স পারসন শারমিন রিনভী উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত