BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কারণ দর্শানোর জবাব বিষয়ে- পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের সংবাদ সম্মেলন

কারণ দর্শানোর জবাব বিষয়ে- পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার পাঠানো কারণ
দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন, পঞ্চগড় -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তার লিখিত ব্যাখ্যা জমা দেন, বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার মুহম্মদ নওফল আরশাদ জমির।

বিষয়টি নিয়ে এদিন বিকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বলেন, নোটিশে উত্থাপিত অভিযোগ সমূহ আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত অভিযোগ সমূহ বাস্তবতা ও প্রকৃত ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ নহে। কোন ভাবেই আমার দ্বারা আইন, বিধি বা কর্তৃপক্ষের নির্দেশনা লংঘন সংঘটিত হয় নাই। প্রকৃত পক্ষে সংশ্লিষ্ট বিষয়ে আমি সর্বদা প্রচলিত আইন ও নিয়মকানুন অনুসরন করেছি এবং আমার কোন কার্যকলাপ অসৎ উদ্দেশ্য প্রনোদিত বা বেআইনী ছিল না। নোটিশে বর্ণিত অভিযোগ সমূহ ভুল বুঝাবুঝি ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, অভিযান পরিচালনাকালে কর্মীদের যারা নির্বাচনী আচরণ বিধিমালা লংঘনের অভিযোগ করেছেন। কিন্তু এখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ নেই যে, কোন বিধিমালা কিভাবে লংঘন হইয়াছে। আপনার প্রেরিত পত্রে বিএনপি প্রার্থীর ফেস্টুন অপসারনের কথা উল্লেখ করা হয়েছে। আমি মনে করি যে আপনারা ফেস্টুন এবং ব্যানার এর মাঝে পার্থক্য সঠিক ভাবে অনুধাবন করিতে পারেন নাই। আমার নির্বাচনী প্রচারনায় এখন পর্যন্ত কোন ফেস্টুন ব্যবহার করা হয় নাই। আপনারা যে সকল প্রচারনার বস্তুকে ফেস্টুন বলিয়া দাবী করিতেছেন, তা আসলে ফেস্টুন নয় এগুলোকে ব্যানার বলা হয়।

জনৈক মোঃ সাহেব আলী ২২ জানুয়ারি রাত ১০.১১ ঘটিকায় আপনার অফিসিয়ালি ব্যবহৃত হোয়াটস্অ্যাপ নম্বরে এবং ২৩ জানুয়ারি বেলা ১১.৩০ টায় স্বশরীরে নির্বাচন বিধিমালা লংঘনের বিষয়ে আপনার দপ্তরে ১০দলীয় নির্বাচনী জোটের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করিলে, আপনার অফিস উক্ত অভিযোগটিকে আমলে নিয়ে, সময়মত ১০ দলীয় জোট প্রার্থীর আচরণ বিধি লংঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। ২৩ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ দলীয় জোট প্রার্থী এবং জামায়াতে ইসলামী জোটের জনসভা অনুষ্ঠিত হয়। ওইদিন রাত পর্যন্ত তোরন সমূহ অক্ষত থাকে।

নির্বাচনী আচরন বিধিমালার জবাবে ব্যাখ্যা এবং সংযুক্তির পরিপ্রেক্ষিতে আনীত অভিযোগ সমূহের দায় হইতে অব্যাহতি চাওয়া হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিকসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত