BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোর-১ আসন লালপুরে স্বতন্ত্র প্রার্থীর জনসভায় বিএনপি প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নাটোর-১ আসন লালপুরে স্বতন্ত্র প্রার্থীর জনসভায় বিএনপি প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজান শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্বতন্ত্রী প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে মুচলেকাও দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ।

জানাগেছে,গতকাল শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্যদেন। ওই বক্তব্যটির ভিডিও মুহর্তের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে। শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভৃমি আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার একজন সমর্থক অপর একজন প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

এ অপরাধের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবেনা বলে মুচলেকা প্রদান করেছেন। সকলকে আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন,‘বিএনপির প্রার্থীকে নিয়ে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা আপত্তিকর মন্তব্যের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

জেলা বিএনপির সদস্য হয়ে তিনি কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে এবং দ্রুতই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত