নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে একটি আম বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ফেনসিডিল ও সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় চারঘাট থানাধীন কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, রবিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন ইউসুফপুর বিওপি’র সদস্যরা কান্দিপাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ বোতল ESKUF সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার জন্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















