BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

রাজশাহীতে বিএনপির মহাসমাবেশ: ২৯ জানুয়ারি আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় জনসভায় যোগ দিতে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

এতে যোগদানের প্রস্তুতি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনকালে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ২৮ জানুয়ারি তারেক রহমানের আগমন ঠিক থাকলেও পরে তা ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।

পূর্ববর্তী দিন ২৪ জানুয়ারি রাতে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত সহ নেতৃত্ব আলোচনায় ২৮ জানুয়ারি জনসভা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই সফর ঘিরে রাজশাহী সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। তারা মাঠ পর্যায়ে প্রচার-প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত বলেন, বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন, যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভৃমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যোগাযোগের অফিস সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন এবং সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন এবং শেষের দিকে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন বলে জানানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রমজানের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে : বাণিজ্য উপদেষ্টা ফেনীতে মেডিকেল কলেজ করার ঘোষণা তারেক রহমানের জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস : তারেক রহমান সারা দেশে গ্রামে গ্রামে ‘হেলথ কেয়ার’ করতে চাই : তারেক রহমান একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন একনেকে ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা : পরিকল্পনা উপদেষ্টা নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত