BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্কটিক ঘিরে বৈশ্বিক নজরদারি বাড়ছে, নেতৃত্বে রাশিয়া : পুতিন

আর্কটিক ঘিরে বৈশ্বিক নজরদারি বাড়ছে, নেতৃত্বে রাশিয়া : পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক আগ্রহ ও ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার (২৩ জানুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে বলেছেন, আর্কটিক বৃত্তের বাইরের বহু দেশ এখন এ অঞ্চলের প্রতি মনোযোগ দিচ্ছে এবং আর্কটিক উন্নয়নে রাশিয়া দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিয়ে আসছে।

মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় পুতিন বলেন, ‘এখন শুধু আর্কটিক অঞ্চলের দেশগুলো নয়, বিশ্বের অনেক দেশই আর্কটিকে কী ঘটছে, সে বিষয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে।’

গ্রিনল্যান্ড নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে পুতিন বলেন, ‘তোমরা হাসছিলে, মজা পাচ্ছিলে। কিন্তু বাস্তবে একদিকে এটা মজার ও আকর্ষণীয় হলেও অন্যদিকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এর মাধ্যমে তিনি আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বের দিকটি তুলে ধরেন।

পুতিন আরও বলেন, ‘নিঃসন্দেহে বহু দশক ধরেই আর্কটিক উন্নয়নে রাশিয়া একটি নেতৃত্বদানকারী দেশ।’

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ প্রয়োজন। ট্রাম্পের দাবি ছিল, আমরা না নিলে রাশিয়া বা চীন নেবে।

এদিকে উত্তেজনা বাড়তে থাকায় রাশিয়া আর্কটিকে নিজের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনা মস্কোর নেই।’

বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চল এখন ক্রমেই বৈশ্বিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে যেখানে প্রাকৃতিক সম্পদ, নিরাপত্তা ও প্রভাব বিস্তারের প্রশ্ন একই সুতোয় গাঁথা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত বাগমারায় জামায়াতে এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ বিএনপি ক্ষমতায় গেলে ধানুয়া কামালপুর স্থল বন্দরে ইমিগ্রেশন চালু করা হবে : বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত, বাগেরহাটে জাতীয় পার্টির সভাপতির বিএনপিতে যোগদান পাবনা-১ আসন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদের রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এবার ক্ষমতায় যাবে – দুলু OPPO Reno15 Series 5G and Pathshala Unite to Empower Photographers Nationwide কারণ দর্শানোর জবাব বিষয়ে- পঞ্চগড়ে বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের সংবাদ সম্মেলন