বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক বিশাল অংশজুড়ে ধেয়ে আসা প্রলয়ঙ্কারী তুষারঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিপজ্জনক বরফে প্রধান সড়কগুলো স্থবির হয়ে পড়ায় শনিবার (২৪ জানুয়ারি) থেকে দেশজুড়ে ১৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ বর্তমানে শীতকালীন ঝড়ের সতর্কবার্তার আওতায় রয়েছেন, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টির পূর্বাভাস দিয়ে জনগণকে আগামী কয়েকদিন প্রচণ্ড শীতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে অন্তত এক ডজন অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা অনুমোদন করেছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম জানিয়েছেন, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফএমএ) বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রাণসামগ্রী, কর্মী এবং উদ্ধারকারী দল আগেভাগেই মোতায়েন করেছে।
তিনি নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি সতর্ক করে বলেছেন যে, জমে থাকা তুষার ও বরফ গলতে অনেক সময় নেবে, ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে। পাওয়ার আউটেজ ডট কমের তথ্যমতে, গত শনিবার শীতকালীন ঝড়ের কবলে পড়া এলাকাগুলোতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এর মধ্যে টেক্সাস ও লুইসিয়ানায় প্রতিটিতে ৫০ হাজার করে গ্রাহক অন্ধকারে রয়েছেন। টেক্সাসের শেলবি কাউন্টিতে বরফের ভারে শত শত পাইন গাছ ও ডালপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সেখানকার কমিশনার স্টিভি স্মিথ জানিয়েছেন, কাউন্টির এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে বিদ্যুৎহীন এবং রাস্তা পরিষ্কারের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। লুইসিয়ানার ডেসোটো প্যারিশেও গাছ ভেঙে যানবাহন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনি ও রোববার মিলিয়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে শনি ও রোববার প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগো, আটলান্টা, ন্যাশভিল এবং শার্লট বিমানবন্দরেও ফ্লাইট বিপর্যয় বাড়ছে। জর্জিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে সম্ভবত গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বরফ ঝড় আঘাত হানতে যাচ্ছে, যার পরপরই তাপমাত্রা অস্বাভাবিক নিচে নেমে আসবে। #

















