চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় ২৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলাধীন বেতাগী ইউনিয়নের দরবার-এ-বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দরবার-এ-বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ (ম.জি.আ)।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএসটিসির সহকারী অধ্যাপক ডা: নুর উদ্দিন জাহেদ, দরবারের নায়েবে মুন্তাজেম লিও শাহজাদা ওবায়দুর রহমান, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, একরামুল হক বাবুল, নুরুল ইসলাম, আনিসুল ইসলাম, ডা. মাহফুজুর রহমান, লিও এনামুল হক, লায়ন মিজানুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ও সংরক্ষণে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে যেভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, তা আমাদের সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। সকলে তাদের পাশে দাঁড়িয়ে চট্টগ্রামকে সবুজ নগরীতে পরিণত করতে সহযোগী হিসেবে এগিয়ে আসা প্রয়োজন।
বক্তারা আরো বলেন, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স পুরো চট্টগ্রামজুড়ে প্রিয় নবী করিম (স.)’র পছন্দনীয় ও ভালোবাসার বৃক্ষ খেজুর গাছ রোপণ করে তারা একদিনে সওয়াবের কাজ করছে, পাশাপাশি তারা সবুজায়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ দরবার-এ-বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















