মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই পুলিশ এক সেনা সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভুয়া সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই- নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পদ্মা সেতু উত্তর থানা ও শ্রীনগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষে টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের ছদ্মবেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর উত্তর প্রান্তের মেদেনীমন্ডল এলাকায় টোল প্লাজার চার নম্বর লেনে চেকপোস্ট বসানো হয়। পরে সাড়ে ১২টার দিকে দ্রুতগতিতে টোল পার হওয়ার সময় মাইক্রোবাসটি থামানো হলে গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি ওয়াকি-টকি দেখিয়ে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয়। এ সময় চ্যালেঞ্জ জানানো হলে তারা পালানোর চেষ্টা করে। পরে চালকসহ ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বাস থামিয়ে অভিযান চালানোর ভান করে যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করত। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, ডিবি লেখা কটি, ইলেকট্রিক শক মেশিন ও লেজার লাইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় মামলা করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

















