চট্টগ্রাম ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারেরে জন্য চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী বিমান চট্টগ্রামে অবতরণ করে।
রাতে তিনি চট্টগ্রামে থাকবেন। পরের দিন রোববার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
চট্টগ্রাম বিমানবন্দরে নামলে তারেক রহমানকে স্বাগত জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়ে ছিলেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন। চলতি বছরের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এই সফর তার রাজনৈতিক ভূমিকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন দলীয় নেতারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















