BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) সকালে রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৪ ও ২৫ জানুয়ারী ২ দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন আরএফইউজে’র সহকারী মহাসচিব ও দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রশিক্ষন কর্মশালায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত। ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন -দেশে চাবি আপনার হাতে’ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

এসময় ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, সরকার, প্রশাসন ও সাংবাদিকতা’, “ভোট, ভোটার ও নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য”, “নির্বাচনের অংশীজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যম”, “নির্বাচন প্রক্রিয়া, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, ভোট কেন্দ্র, মনোনয়ন, হলফনামা, নির্বাচনী আইন লংঘন, অনিয়ম ও অপরাধ”, “গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এবং সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তব্য, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫”, নির্বাচন রিপোর্টিং এর ধরণ ও প্রকারণ, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত ধারণা দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম।

নির্বাচনকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে জানতে প্রশ্ন করেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন এর সভাপতি রফিকুল আলম, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক মোঃ নাদিম হোসেন, জহুরুল ইসলাম, জাকির হোসেন পিংকু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিম, নওগাঁর সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন, আসাদুর রহমান জয়, মামুনুর রশিদ রাজুসহ প্রশিক্ষনে অংশ নেয়া অনেক গণমাধ্যমকর্মী।

প্রশিক্ষনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনিয়র সাংবাদিক ‘এটিএন বাংলা’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও চীফ রিপোর্টার একরামুল হক সায়েম এবং পিআইবি’র কো-অর্ডিনেটর শাহ আলম সৈকত।

প্রাণবন্ত আলোচনায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ৫০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষন রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে শেষ হবে। রবিবার (২৫ জানুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করনীয় ও প্রার্থীদের নির্বাচন আচরনবিধিসহ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করবেন ইআরএফ এর সাবেক সভাপতি ও নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ শারমীন রিনভী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু বেড়ে ১০, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ১৩ হাজার ফ্লাইট বাতিল ভাইয়া ডাকলে ভালো লাগবে : তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের চট্টগ্রামে নির্বাচনী জনসভা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা শরীফে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ যমুনা ও ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল উজিরপুরে মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক ও চাপমুক্ত নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী