BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে শনিবার (২৪ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবী।

এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক জানান, আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৪০টি। মোট বুথ সংখ্যা ২২০টি, মোট ভোটার সংখ্যা ১,১২,০২১ জন। এ প্রশিক্ষণে মোট ৭৩৫ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন।

প্রশিক্ষনের শুরুতে শনিবার (২৪ জানুয়ারি) ২৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং রবিবার ( ২৫ জানুয়ারি) ৪২জন প্রিজাইডিং অফিসার ও ৪৬২ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এ প্রশিক্ষণে উপজেলার ভোট গ্রহণ অফিসারদেরকে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালাটি নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় ইউএনও রিপামনি দেবী বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল।

তিনি বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।

নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রজুড়ে তুষারঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ১৩ হাজার ফ্লাইট বাতিল ভাইয়া ডাকলে ভালো লাগবে : তারেক রহমান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের চট্টগ্রামে নির্বাচনী জনসভা মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা শরীফে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি কর্ণফুলী উপজেলাধীন বড়গাঙ বৌদ্ধ বিহারের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ যমুনা ও ব্রহ্মপুত্র নদের চরগুলোতে বেগুন চাষে কৃষকের ভাগ্য বদল উজিরপুরে মতবিনিময় সভায় সন্ত্রাস, মাদক ও চাপমুক্ত নির্বাচন উপহার দিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর