BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ: বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ: বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সুনাম ক্ষুণ্ণ, প্রশাসনিক স্থিতিশীলতা বিনষ্ট এবং চলমান দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে শাস্তিমূলকভাবে বদলিকৃত সাবেক অধ্যক্ষ এসএম ইমদাদুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডলের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বদলির পরও তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল ও প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে তথাকথিত কিছু ইউটিউবারদের ব্যবহার করে রাজশাহী টিটিসির বর্তমান অধ্যক্ষ ও কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন। এসব কর্মকাণ্ড সরকারি নীতিমালার পরিপন্থি হওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অনিয়ম-দুর্নীতি, নারী সহকর্মীর প্রতি অশালীন আচরণসহ একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমইটির সিদ্ধান্তে সাবেক অধ্যক্ষ এসএম ইমদাদুল হককে বগুড়া টিটিসিতে শাস্তিমূলক বদলি করা হয়। গত ৫ নভেম্বর ২০২৪ তারিখে তাকে রাজশাহী টিটিসি থেকে অবমুক্ত করা হয়। এর পরপরই রাজশাহীতে নবনিযুক্ত অধ্যক্ষ মো. নাজমুল হকের বিরুদ্ধে অপতৎপরতা শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

সূত্রগুলো আরও জানায়, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে এসএম ইমদাদুল হক তার মনোনীত স্টোরকিপার আজমে এশরাক মন্ডলকে হিসাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। এতে করে পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমান অধ্যক্ষ মো. নাজমুল হক দায়িত্ব গ্রহণের পর এসব অনিয়ম শনাক্ত করলে আজমে এশরাক মন্ডলকে নওগাঁ টিটিসিতে বদলি করা হয়। এর পর থেকেই দুজনের বিরুদ্ধে যৌথভাবে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ সামনে আসে।

উল্লেখ্য, মো. নাজমুল হক গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে রাজশাহী টিটিসির অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির ভিশন ও মিশন অনুযায়ী দক্ষতা উন্নয়ন, বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিমুখী কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যোগ গ্রহণ করেন।

তবে অভিযোগ রয়েছে, এস এম ইমদাদুল হকের ইন্ধনে আজমে এশরাক মন্ডল নাম-বেনামে বর্তমান অধ্যক্ষ, হিসাবরক্ষকসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছেন। এতে রাজশাহী টিটিসির সুনাম ও কর্মকর্তাদের ব্যক্তিগত সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক প্রশাসনিক ও অভ্যন্তরীণ সূত্রের মতে, রাজশাহী টিটিসিতে পুনরায় বদলি হয়ে আসা এবং শাস্তিমূলক বদলির মুখে পড়া সাবেক অধ্যক্ষ এস এম ইমদাদুল হককে আবার রাজশাহীতে ফিরিয়ে আনার পথ সুগম করতেই আজমে এশরাক মন্ডল পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কৌশল গ্রহণ করেছেন। অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর প্রশাসনিক চাপ সৃষ্টির লক্ষ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, “দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে আমার ও টিটিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তা বন্ধ হওয়া জরুরি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি শুধু ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের সুনামের প্রশ্ন নয়; বরং রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টার সঙ্গে জড়িত। ফলে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক স্টোরকিপার আজমে এশরাক মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারে জড়িত নন।

এব্যাপারে রাজশাহী টিটিসির সাবেক অধ্যক্ষ এসএম ইমদাদুল হককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ