টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৫(সদর) আসনের জামায়ত ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এর আগে পৌর উদ্যানে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথি জামায়াতের প্রার্থী আহসান হাবীব মাসুদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার সভাপতি কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এসময় ছাত্রমজলিশ ছাত্রশক্তিসহ ১০ দলীয় জোটের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

















