বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে দেশটির উদ্দেশে যুদ্ধজাহাজের একটি বড় বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।
তবে একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে চান বলেও মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার দাভোস থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় ধরনের নৌ-সামরিক উপস্থিতি গড়ে তুলছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, অনেক জাহাজ সেদিকে যাচ্ছে—যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, সে জন্য। এখন দেখা যাক কী হয়।’
তিনি জানান, ওয়াশিংটন তেহরানের ওপর কড়া নজর রাখছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের দিকে আমাদের বড় একটি শক্তি এগোচ্ছে। আমি চাই না, কিছু ঘটুক।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম ওই অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে।
বর্ধিত উত্তেজনার মধ্যে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ারসহ ইউএসএস আব্রাহাম লিংকন নামের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে অতীতেও যুক্তরাষ্ট্র প্রায়ই সেখানে নিজের সামরিক উপস্থিতি জোরদার করেছে।
ট্রাম্প আবারও বলেন, ‘এই সেনা মোতায়েনের অর্থ এই নয় যে, সামরিক সংঘর্ষ অনিবার্য।’
তিনি বলেন, ‘আমাদের একটি নৌবহর আছে। একটি বিশাল শক্তি ওই দিকে যাচ্ছে।
হয়তো আমাদের এটি ব্যবহারই করতে হবে না। দেখা যাক।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কোনো সামরিক অভিযান এড়াতে চান।
তবে তিনি সতর্ক করে দেন, তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে, তাহলে ওয়াশিংটন অবশ্যই জবাব দেবে। #

















