BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো

গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলে নিরাপত্তা জোরদার করার বিষয়ে একমত হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং ন্যাটো প্রধান মার্ক রুত্তে।

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠকের পর ফ্রেডেরিকসেন জানান, বর্তমান পরিস্থিতিতে এই জোটের সম্পৃক্ততা বাড়ানো অপরিহার্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা একমত হয়েছি যে ন্যাটোর উচিত আর্কটিক অঞ্চলে তাদের তৎপরতা বাড়ানো। উত্তর মেরুর প্রতিরক্ষা ও নিরাপত্তা পুরো জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।”

সম্প্রতি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্ক এবং তাদের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যে দ্বীপটির সার্বভৌমত্ব নিয়ে কোনও আলোচনার সুযোগ নেই। তবে অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে তারা আলোচনার জন্য উন্মুক্ত।

এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, মার্ক রুত্তের সঙ্গে আলোচনার পর তিনি গ্রিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করেছেন।

অন্যদিকে ন্যাটো প্রধান রুত্তে জানিয়েছেন, উত্তর মেরু অঞ্চলে রাশিয়া ও চীনের হুমকি মোকাবিলায় মিত্র দেশগুলোকে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।

পরিস্থিতি পর্যালোচনায় ডেনমার্কের প্রধানমন্ত্রী শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দ্বীপটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন।

এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানিয়েছেন, ডেনিশ ও মার্কিন কূটনীতিকরা বৃহস্পতিবার ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে একটি পরিকল্পনা ঠিক করেছেন।

তবে আলোচনার পরিবেশ শান্ত রাখতে পরবর্তী বৈঠকের সময়সূচী এখনই প্রকাশ করা হবে না বলে জানান তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, ১৯৫১ সালের একটি চুক্তি হালনাগাদ করার বিষয়ে দাভোসে আলোচনা করেছেন ট্রাম্প ও রুত্তে।

ওই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি ও প্রবেশাধিকার নিয়ন্ত্রিত হয়। এখন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আলোচনার মাধ্যমে সেই চুক্তিটি আধুনিকায়নের পরিকল্পনা করা হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি : তারেক রহমান দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ উপদেষ্টা গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো