পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভায় পঞ্চগড় চিনিকল মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,ওরা জনগনের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জ্বাল দিয়ে উঠিয়ে দেয়, বাকী সময় আর চার বছর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে বলে কুহ কুহ। উরে আসে জুরে বসে মানুষের সাথে তৃনমুলের সাথে এদের কোন সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম আছি থাকবো। দেশ বাসীকে ফেলে কোথাও আমরা যাইনি, আগামীতেও দেশবাসীকে ফেলে কোথাও আমরা যাবোনা। জীবনেমরণে এক সাথে লড়াই করবো। প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।
ডা.শফিকুর রহমান বলেন, আপনারা এবার ভোট দেবার জন্য চঞ্চল হয়ে আছেন,মরুভূমি হয়ে আছেন, আপনার ভোট যদি কেউ ডাকাতি করতে আসে, তাহলে রুখে দিতে হবে। যুবকরা কাজ শেষ হয়নি কেবল শুরু হয়েছে। এদেশ থেকে বৈষম্য অবিচার, দুর্নীতি চাদাবাজি দখলদারি আধিপত্য বাদ মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত, আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা থামবো না।আমাদেরকে কেউ থামাতে পারবেনা।
জামায়াতে আমীর বলেন, আমাদের হাতে কোন কার্ড নাই। আপনাদের বুকে ভালবাসার কার্ড চাই। সমর্থন দোয়া ও ভালবাসা আমাদের কার্ড। উত্তর বঙ্গ সারাদেশে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আজ সেই উত্তর বঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার স্বাক্ষী হতে এসেছি। উত্তর বঙ্গ থেকে আমরা কোন বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ দিতে চাই।
আমাদের প্রত্যক যুবক যুবতি, প্রত্যেকটা নাগরিককে দেশ গড়ার কারিগড় হিসেবে তৈরি করতে চাই। গোটা উত্তর বঙ্গকে কৃষি ভিত্তিক রাজধানী হিসেবে দেখতে চাই। বন্ধ চিনিকল খোলা দেখতে চাই।
বক্তব্য শেষে জামায়াতের আমীর পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলমকে শাপলা কলি প্রতিক ও পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি) কে দাঁড়িপাল্লা প্রতিক হাতে তুলে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম, ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সফিউল আলম (সফিউল্লাহ সুফি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মূখপাত্র রাশেদ প্রধান প্রমূখ।
পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত স্থানীয় নেতারা। জনসভা শুরুর আগে সকাল থেকে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় যোগ দিয়ে, জনস্রোতে পরিণত হয় সভাস্থল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

















