বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ঢাকা থেকে মুকুল বেগম (৩৫) নামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে প্রেমিক পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ওই মহিলা সকাল থেকে এলাকায় খোঁজাখুজি করে তার প্রেমিককে না পেয়ে বাগমারা থানার মোড়ে অবস্থান নেয়।
আজ দুপুরে থানার মোড়ে স্থানীয় সাংবাদিকদের জানান, গত প্রায় এক বছর আগে বাগমারার উপজেলার বাগমারা গ্রামের সরদার পাড়া মসজিদের সামনে বাড়ি পরিচয়ে জুয়েল (৩৫) নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়।
ফেসবুক ও ইমুতে দীর্ঘ সময়ে আলাপচারিতায় তাদের সম্পর্ক গড়ে উঠে। মুকুল বেগম এক সনতানের জননী বরিশাল জেলার ঝালকাঠি শিবাইকাটি এলাকর বাসিন্দা। ঢাকায় এক গার্মেন্টস ফ্যাক্টারীতে কাজ করেন। এ সময় বগুড়ার এক ছেলের সঙ্গে তার বিয়ে হয়। পরে স্বামী মাদকাসক্ত হওয়ায় তার সাথে বনিবনা না হয়ে ছাড়াছাড়ি হয়।
এ সুযোগে জুয়েল নিজের স্ত্রীর মৃত্যুর ঘটনা জানিয়ে মুকুল বেগমকে বাগিয়ে নেয়। সম্পর্কের ধারাবাহিকতায় কয়েক দফায় মুকুল বিবির কাছে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। গত দুই দিন আগে উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক গড়ার প্রতিশ্রæতি হলে প্রেমিক জুয়েল বিয়ের জন্য বাগমারা আসার কথা নেয়।
প্রেমিকের কথা মত বাগমারায় এসে তাকে না পেয়ে মুকুল বেগম বিড়াম্বনায় পড়ে। তার পরিচয়ে পথচারী ও দোকানে দোকানে তার ছবি প্রদর্শন ও তার ঠিকানা জানতে চেষ্টা করে।
স্থানীয়রা ওই ছেলেকে কখনও এলাকায় দেখেনি বা চিনে না। এছাড়া ওই তরুণীর ভাষ্যমতে, জুয়েল একজন অটোচালক, বাগমারা গ্রামেইতার বাড়ি। নিজে অটোচালনার পাশাপাশি টিকটক করে। এ কাজে তিনিও তার সাথেই টিকটক করতেন বলে দাবি করেছেন। তবে সরাসরি তাদের দেখা হয়নি।
মোবাইল ফেসবুক ও ইমুতেই তাদের সম্পর্ক। বাগমারার নাম করে তার ঠিকানায় তাকে না পেয়ে মোবাইলে তার নম্বর-০১৭৮৮৬৩১৮৯৭ বার বার ফোন দিয়ে ফোন বন্ধ পায়।
এতে তিনি নিশ্চিত হয়েছেন তার সাথে প্রতারণা করা হয়েছে। মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আত্মসাত ও বিয়ের প্রলোভনে ডেকে এনে তাকে হেনেস্তা এমনটাই অভিযোগ করেছেন ওই তরুণী।
এ বিষয়ে তিনি বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক(এসআই) সত্যব্রত।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বিটিসি নিউজকে জানান, লিখিত অভিযোগ তিনি এখনো হাতে পাননি। অভিযোগ হাতে পেলে তদন্ত করা হবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

















