আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় ও বগুড়া জেলা শাখার আয়োজনে আদমদীঘিতে সনাতন ধর্মালম্বী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সদরে চড়কতলা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির চত্বরে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সভাপতি অভিলাশ কুমার বর্মন, বগুড়া জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক শ্রী এ্যাডভোকেট কৃষ্ণ রায়, আদমদীঘি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সান্তাহার যুব দলের যুগ্ন আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, যুগ্ন আহ্বায়ক মৃনাল সরকার, কানাই প্রামানিক, হারান চন্দ্র-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। #

















