বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এরমধ্যে রোববার (১৯ অক্টোবর) সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
সোমবার (২০ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসময়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিতি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।
আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেনাদের ওপর হামলার অভিযোগ তুলে রোববার গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরাইলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছে অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফাহ ও আল-জাওয়াইদা এলাকায় হামলা চালানো হয়। আল-জাওয়াইদা শহরে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের কমান্ডারসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল-আওদা হাসপাতাল।
সেনাদের ওপর এ হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলেও হুশিঁয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। #