BTC News | বিটিসি নিউজ

সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

সীমান্তে লাউড স্পিকার বাজিয়ে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন অভিযোগ করে বলেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্তে লাউড স্পিকারে ‘ভূতের মতো আওয়াজ বাজাচ্ছে’। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ব্যাংকককে মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করার অভিযোগ করেছে দেশটির মানবাধিকার কমিশন।

বিষয়টি নিয়ে জাতিসংঘে থাইল্যান্ডের উচ্চ-মাত্রার শব্দ ও কর্কশ আওয়াজ বাজানোর বিষয়টি নিয়ে জাতিসংঘে অভিযোগ তুলেছে বলে জানান হুন সেন।

শনিবার (১৮ অক্টোবর) কম্বোডিয়ার বর্তমান সিনেটর হুন সেন এক ফেইসবুক পোস্টে জানান, গত ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের অভিযোগের চিঠি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সীমান্তবর্তী কয়েকটি গ্রাম থেকে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন—থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ‘ভূতের আর্তনাদের মতো শব্দ’ বাজাচ্ছে, যার সঙ্গে কখনও বিমান ইঞ্জিনের গর্জনের শব্দর মতও হয়।

কমিশন জানিয়েছে, এ ধরনের ভয়ঙ্কর শব্দ দীর্ঘ সময় ধরে বাজানোয় সীমান্তের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে, মানসিক অস্থিরতা বাড়ছে, এমনকি শারীরিক অস্বস্তিও তৈরি হচ্ছে।

তাদের দাবি, এই কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। থাই সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত জুলাই মাসে পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এর কয়েকমাস পর থাইল্যান্ডের বিরুদ্ধে এই অভিযোগ আনলো কম্বোডিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি এশিয়া সফরের ঘোষণা: কোন কোন দেশে আসছেন ট্রাম্প? কূটনৈতিক বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত প্রত্যাহার করলো কলম্বিয়া মা ইলিশ সংরক্ষণে বাগেরহাটে মোবাইল কোর্ট পরিচালনা, সাড়ে ৪ হাজার মিটার জাল ধ্বংস বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই First Sale of the realme 15T 5G begins, now available nationwide! আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার