নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে, ভিভো ১৩টি, শাওমি ১০টি, স্যামসাং ৫টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, ওপ্পো ৩টি, সিম্ফনি ৩টি, টেকনো ১টি, পোকো ১টি, সনি ১টি, হুয়াওয়ে ১টি ও অনার ১টি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।
তারা জানান, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে, এমন বিশ্বাস তাদের রয়েছে। এ সময় তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















