নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় নড়াগাতী থানা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম মিশানকে (৩৪) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার ভোর রাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের টোনা গ্রামে অভিযান চালিয়ে কালিয়া সেনা ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রাকিবুল ওই গ্রামের হাসান মীরের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টোনা গ্রামের রাকিবুলের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কালিয়া ক্যাম্পের একটি দল মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অ্যামুনিশন (ওয়ানশুটার-এর), দুটি হাসুয়া, একটি গাছিদা, একটি চাইনিজ কোড়াল, ১০টি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি রামদা, তিনটি চাকু, পাঁচটি ফলা, চারটি টেটা, চারটি ঢাল এবং একটি এক্সপেন্ডেবল মেটাল স্টিক জব্দ করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, দেশীয় অস্ত্রসহ রাকিবুলকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার নামে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নড়াইল প্রতিনিধি মো. আকরাম হোসাইন আকমল। #















