নাটোরে সেমাই ফ্যাক্টরীতে র‌্যাবের অভিযান, ভ্রাম্যমান আদালতে ৮০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরে র‌্যাব অভিযানে তিনজ সেমাই ফ্যাক্টরীর মালিককে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তিনজন সেমাই উৎপাদন কারীর ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব সিপিসি -২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে শহরতলির তেবাড়িয়া এলাকায় ফেন্সি ফ্যাক্টরীর মালিক আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম মল্লিকহাটি মহল্লার মামুন ফ্যাক্টরীর মালিক মৃত কালু মিয়ার ছেলে আব্দুস সালাম এবং নাদিম ফ্যাক্টরীর মালিক পব মৃধার ছেলে শহিদুল ইসলামকে আটক করে।

এসব ফ্যাক্টরীর উৎপাদিত সেমাইয়ের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিক্রয় মূল্য স্পষ্টভাবে লেখা না থাকার অপরাধে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি)আবু হাসনের নিকট হাজির করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক আবু হাসান ফেন্সি ফ্যাক্টরীর ৩০ হাজার, মামুন ফ্যাক্টরীর ৩০ হাজার এবং নাদিম ফ্যাক্টরীর ২০ হাজার টাকা জরিমানা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.