BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কোনো আসনেই স্বতন্ত্র প্রার্থী না থাকায় সব প্রার্থীই নিজ নিজ রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করছেন।

নির্বাচনে জেলার তিনটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি (ধানের শীষ), জামায়াতে ইসলামী বাংলাদেশ (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। জাতীয় পার্টি (লাঙল) দুটি আসনে প্রার্থী দিয়েছে।

এছাড়া একটি করে আসনে অংশ নিচ্ছে, গণঅধিকার পরিষদ (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসিপিবি (কাস্তে) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ (তারা)।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মোস্তাফিজুর রহমান, মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া,সিভিল সার্জন ডাঃ এ, কে,এম শাহাব উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আজাদুল হেলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃ ইয়াছিন আলী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিসহ নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীগণ, প্রতিনিধি ও তাদের সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা