নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন(১ বিজিবি) রাজশাহী সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান মাদক জব্দ করেছে। গোযেন্দা তথ্যের ভিত্তিতে প্রেমতলী ও মীরগঞ্জ বিওপি দুটি পৃথক পৃথক অভিযান চালায়।
বুধবার (২১ জানুয়ারী) দুপুরে গোদাগাড়ী থানার ফরাদপুরে পদ্মা নদীর পাড়ে টহল পরিচালনা করে ১বিজিবি।
টহল পরিচালনা করার সময় নদীর পাড়ে লোকজনের গতি বিধি লক্ষ্য করে সন্দেহ দেখা দিলে তাদের যাচাই বাছাই করার জন্য ধাওয়া করে। এ সময় তাদের নিকটে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক বিজিবি ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় ৬১ বোতল মদ জব্দ করে।

একুইদিন ভোর ৫ টায় মীরগঞ্জ বিওপি বাঘা থানার বারশিপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে রাতের আধারে পালিয়ে যায়।
তাৎক্ষনিক ১ বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদ গোদাগাড়ী ও বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন।
এছাড়াও তিনি জানান পলাতক মাদক ব্যবসায়ীেদর সনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















