BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটে বিএনপির মনোনীত চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপির মনোনীত চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বিএনপির চার মনোনীত প্রার্থীর অনুপস্থিতির মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল চন্দ্র রায় এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ বসু সন্তু।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার মজুমদার।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলা থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও সোমনাথ দে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণ দেখিয়ে তারা সভায় উপস্থিত থাকতে পারেননি।

তবে বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া) আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের পক্ষে তার ভাই ডা. জুয়েল শেখ প্রতিনিধি হিসেবে সভায় অংশগ্রহণ করেন।

চার প্রার্থীর অনুপস্থিতিতে বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ হতাশা প্রকাশ করেন।

তারা বলেন, প্রার্থীদের যত ব্যস্ততাই থাকুক না কেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এমন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তাদের সরাসরি উপস্থিত থাকা অত্যন্ত জরুরি ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদে ইতালির পূর্ণ সমর্থন