BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

পাবনায় ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলার রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলার রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা পাবনা- ৩, ৪, ও ৫ আসনের ১৮জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে পতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, হাসান জাফির তুহিন- বিএনপি (ধানের শীষ), কে.এম. আনোয়ারুল ইসলাম- বিএনপি বিদ্রোহী (ঘোড়া), মুহাম্মদ আছগার আলী- জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা), আশা পারভেজ- গণফোরাম (উদীয়মান সুর্য্য), আব্দুল খালেক- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মাহবুবুর রহমান জয় চৌধুরী- বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি (একতারা), মীর মোহাম্মদ নাদিম হোসেন ডাবলু- জাতীয় পার্টি (লাঙ্গল)।

পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে পতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান হাবিব- বিএনপি (ধানের শীষ), আবু তালেব মন্ডল- জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা), জাকারিয়া পিন্টু- বিএনপি বিদ্রোহী (মোটর সাইকেল), কমরেড সোহাগ হোসেন- সিপিবি (কাস্তে), সাইফুল আজাদ মল্লিক- জাতীয় পার্টি (লাঙ্গল), মাওলানা আনোয়ার হোসেন শাহ- ইসলামি আন্দোলন বাংলাদেশে (হাতপাখা), শাহনাজ হক- নাগরিক ঐক্য (কেটলি)।

পাবনা- ৫ (সদর) আসনে পতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, অ্যাভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিএনপি (ধানের শীষ), অধ্যাপক ইকবাল হুসাইন- জামায়াতে ইসলাম (দাঁড়িপাল্লা), আব্দুল মজিদ মোল্লা- এবি পার্টি (ঈগল), মুফতি নাজমুল হুসাইন- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)।

প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের পাবনা-৫ (সদর) আসনে ধানের শীষে প্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করে সেটা জনগণের নির্বাচন বলে ধরে নেওয়া হয় আর বিএনপি যতদিন নির্বাচনে অংশগ্রহণ করেনি সে নির্বাচন গুলো মানুষের উৎসাহ উদ্দীপনে ভাটা পড়েছে। সামাজিক পরিবর্তনে প্রত্যাশায় যে দলের সৃষ্টি সেই দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবার সেই নির্বাচন উৎসবমুখর হবে এবং মানুষের অংশগ্রহণ ও করবে। আশা করি এ নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে নির্বাচন।

উল্লেখ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, এ দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে দেশের অন্য আসনগুলোর মতো আগামী ১২ ফেব্রুয়ারিতেই।

নতুন তফসিল অনুযায়ী, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
এবার ভোট গণনায় দেরি হতে পারে : প্রেস সচিব এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী : মিলন ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে শুরু ব্যালট ছাপা : প্রেস সচিব নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু হলো, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল : প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার মরদেহ দাফন জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার; হেরোইন, চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ