BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি

আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি আরও জোরদার করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোাস্টে তিনি বলেছেন, আর পিছু হটার সুযোগ নেই এবং গ্রিনল্যান্ড অপরিহার্য।

এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর যেতে ইচ্ছুক? তিনি উত্তরে বলেছিলেন, আপনারা তা দেখতে পাবেন।

এদিকে, সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।

অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, পুরোনো বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসছে না। বুধবার ট্রাম্পের দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড নিয়ে অনেক বৈঠকের সূচি রয়েছে।

দীর্ঘসময় ধরে চলা এই প্রেস ব্রিফিং এ রিপোর্টারদের কাছে আশাপ্রকাশ করে ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডের বিষয়ে সবকিছু বেশ ভালোভাবেই মীমাংসা হয়ে যাবে।

গ্রিনল্যান্ডের জন্য ন্যাটো জোট ভেঙে যাওয়ার মতো মূল্য দিতে তিনি প্রস্তুত কিনা বিবিসির এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ন্যাটোর জন্য আমার মতো এতো কিছু আর কেউ করেনি, সব দিক থেকেই।

ন্যাটো খুশি থাকলে, আমরাও খুশি থাকবো, উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তার জন্যই এটা আমাদের প্রয়োজন। তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন যে, প্রয়োজন হলে ন্যাটো আদৌ যুক্তরাষ্ট্রের সহায়তায় এগিয়ে আসবে কিনা।

সাংবাদিকদের তিনি বলেন, আমি জানি আমরা (ন্যাটোর) সহায়তায় এগিয়ে যাবো, কিন্তু তারা আমাদের সহায়তায় এগিয়ে আসবে কিনা এটা নিয়ে সত্যিই আমার সন্দেহ আছে।

ন্যাটো – একটি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, বর্তমানে ৩২টি দেশ যেটির সদস্য। যার মধ্যে ১২টি প্রতিষ্ঠাতা দেশের মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্র। সম্মিলিত প্রতিরক্ষার মাধ্যমে স্বাধীনতা ও নিরাপত্তা করার লক্ষ্যে গঠিত তৈরি এই জোটের মূল নীতি হলো, অনুচ্ছেদ-পাঁচ।

এতে বলা হয়েছে, এক বা একাধিক সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সকলের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গ্রিনল্যান্ড দখলের জন্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প। গতকাল যখন এনবিসি নিউজ তাকে ওই অঞ্চল দখলের জন্য বলপ্রয়োগ করবেন কিনা এমন প্রশ্ন করে তখন প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তর ছিল, নো কমেন্ট।

মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মিনিস্টার নাজা নাথানিয়েলসন বলেন, প্রেসিডেন্টের দাবিতে গ্রিনল্যান্ডবাসীরা বিস্মিত।

নাথানিয়েলসন বলেন, আমরা আমেরিকান হতে চাই না এবং এ বিষয়ে আমাদের অবস্থান যথেষ্ট স্পষ্ট। আমাদের সংস্কৃতি এবং ভবিষ্যতে আমাদের সাথে কী ঘটবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের কতটা মূল্য আপনি দেন? প্রশ্ন তোলেন তিনি।

দাভোসে অনুষ্ঠিত এই ফোরামের প্রথম দিন ছিল মঙ্গলবার।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া তার এক বক্তব্যে এই বিষয়টি সরাসরি তুলে ধরেন। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপ যে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তা জোর দিয়ে বলেন তিনি।

যদিও লিয়েন বলেন, এই লক্ষ্য কেবল একসাথে কাজ করার মাধ্যমেই অর্জন করা সম্ভব এবং ট্রাম্পের প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক আরোপকে একটি ভুল বলে চিহ্নিত করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করলে ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপের আটটি দেশ থেকে আমদানি করা যেকোনো এবং সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ভন ডার লিয়েন বলেছেণ, ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে পূর্ণ সংহতির সাথে আছে এবং তাদের সার্বভৌমত্ব দরকষাকষির বিষয় নয়।

তার এমন বক্তব্যের প্রতিফলন পাওয়া যায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কথাতেও। তিনি বলেন, ন্যাটোর পাঁচ অনুচ্ছেদ যেখানে এক বা একাধিক সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা বলে বিবেচনা করা হবে, সেটির প্রতি তার দেশ অঙ্গীকারে অটল।

কার্নি বলেন,”গ্রিনল্যান্ড ও ডেনমার্কের পাশে আমরা দৃঢ়ভাবে আছি এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যত নির্ধারণে তাদের অনন্য অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানাই।

ম্যাক্রোঁ তার বক্তব্যে, নিষ্ঠুরতার চেয়ে আইনের শাসনকে প্রাধান্য দেন। গাজা বোর্ড অব পিস বা শান্তি বোর্ড- এ যোগ দেওয়ার আমন্ত্রণে মঙ্গলবার সাড়া দেননি ম্যাক্রোঁ।

এমন খবরের পর ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। নতুন নতুন শুল্কের অবিরাম সংযোজনকে মৌলিকভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের এই প্রেসিডেন্ট।

বিশেষ করে যখন এই শুল্ক একটি ভূখণ্ডের সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। যারা যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানাচ্ছেন ম্যাক্রোঁ তাদের মধ্যে একজন।

এর মধ্যে ট্রেড বাজুকা বা বাণিজ্য বাজুকা নামে বলপ্রয়োহ বিরোধী হাতিয়ার রয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য কমিটির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইউরোপীয়ান পার্লামেন্ট জুলাই মাসে সম্মত যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করার পরিকল্পনা করছে। যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু হলো, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল : প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার মরদেহ দাফন জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার; হেরোইন, চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার” : চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম পেলেন ডাব প্রতীক