নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চ রাজশাহী মহানগর শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক জাকারিয়া আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন মুসা।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
রাজশাহী মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠনে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবং রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল সাহেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকল নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















