BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক অবস্থান ইউরোপজুড়ে তীব্র অস্বস্তি তৈরি করেছে।

কূটনীতির মাধ্যমে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে না এলে শক্তি প্রয়োগের হুমকি দেওয়ার পাশাপাশি, এ ইস্যুতে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি।

এই প্রেক্ষাপটে ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা শুরু করেন।

ব্যক্তিগত বার্তায় তাকে বোঝানোর উদ্যোগ নেওয়া হলেও, সেসব বার্তার বেশ কয়েকটি নিজেই প্রকাশ করে দেন ট্রাম্প—যা কূটনৈতিক অঙ্গনে বিস্ময় ও বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যাক্রোঁর বার্তা

১৯ জানুয়ারি নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর পাঠানো একটি ব্যক্তিগত মেসেজের ছবি। সেখানে ম্যাক্রোঁ লেখেন,

‘আমার প্রিয় বন্ধু (ট্রাম্প)
আমরা সিরিয়া নিয়ে সঠিক পথে আছি
আমরা ইরান নিয়ে অসাধারণ কিছু করতে পারি
কিন্তু আমি বুঝতে পারছি না, গ্রিনল্যান্ড নিয়ে আপনি কি করছেন
চলুন ভালো কিছু গড়ার চেষ্টা করি-

১) ডাভোসের অর্থনৈতিক সম্মেলন শেষে আমি প্যারিসে বৃহস্পতিবার একটি জি-৭ বৈঠক আয়োজন করতে পারি। আমি সেখানে ইউক্রেনীয়, ড্যানিস, সিরীয় এবং রুশদের সেখানে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি।

২) বৃহস্পতিবার ডাভোস থেকে ফিরে যাওয়ার আগে চলুন আমরা একসঙ্গে প্যারিসে ডিনার করি।’

বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে এই মেসেজ ফাঁস হওয়ায় ম্যাক্রোঁ বিব্রত অবস্থায় পড়েছেন। কারণ, এতে ট্রাম্পের আচরণ নিয়ে তার ব্যক্তিগত সংশয় প্রকাশ হয়ে পড়েছে—যা প্রকাশ্যে তিনি বলেননি।

ন্যাটোপ্রধানের বার্তা

পরদিন, ২০ জানুয়ারি, ট্রাম্প প্রকাশ করেন ন্যাটো-র মহাসচিব মার্ক রুট্টে-এর পাঠানো আরেকটি ব্যক্তিগত বার্তা। রুট্টে সেখানে সিরিয়া, গাজা ও ইউক্রেন নিয়ে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং গ্রিনল্যান্ড বিষয়ে “সমাধানের পথ” খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান।

সাবেক ন্যাটো মুখপাত্র ও বিশ্লেষকদের মতে, রুট্টের বার্তাটি তার প্রকাশ্য অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও, এমন ব্যক্তিগত বার্তা প্রকাশ করা স্বাভাবিক কূটনৈতিক রীতির বাইরে।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনাগুলো দেখাচ্ছে—উচ্চপর্যায়ের কূটনীতিতে গোপনীয়তা দ্রুত ক্ষয় হচ্ছে। আগে যেখানে ব্যক্তিগত বার্তা ছিল নিছক আড়ালের আলাপ, এখন সেগুলোই সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়ে ‘মেগাফোন কূটনীতি’র রূপ নিচ্ছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের ভাষায়, এতে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে, আর সংকটকালে গোপন ও দ্রুত সমাধানের সুযোগ সংকুচিত হচ্ছে।

সব মিলিয়ে গ্রিনল্যান্ড ইস্যু শুধু ভূরাজনৈতিক টানাপোড়েনই নয়, বরং বিশ্ব কূটনীতির ধরন বদলে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিতও দিচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু হলো, ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল : প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হতে হবে – দুলু চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার মরদেহ দাফন জেলার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মসলা ব্যবসায়ীকে অর্থদন্ড রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার; হেরোইন, চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ “উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার” : চাঁপাইনবাবগঞ্জে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম পেলেন ডাব প্রতীক