করোনা: গাইবান্ধায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ১৯  

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় করোনাভাইরাস আক্রান্ত ছিল মোট ২৪ জন রোগী । এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন সুস্থসহ এ পর্যন্ত ১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং মারা গেছেন একজন। বাকী ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার (১৩ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
গাইবান্ধা জেলায় গত ৯ দিনে নতুন করে আক্রান্ত হননি কেউ। বর্তমানে বাড়িতে সঙ্গরোধে আছেন ৪৪২ জন ও আইসোলেশনে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টাইন ও আসোলেশন থেকে এ পর্যন্ত ছাড়প্রাপ্ত হয়েছেন ৩ হাজার ৬২ জন। করোনা সন্দেহে মোট ৬২৪ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৫৮২ জনের রিপোর্ট পাওয়া গেছে।
কোভিড-১৯ ভাইরাস সংক্রমণে আক্রান্ত ব্যক্তির জরুরি চিকিৎসার জন্য দুটি অ্যাম্বুল্যান্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়া ১০০ বেডের আইসোলেশন কেন্দ্রও প্রস্তুত।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সকল ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে খাদ্যাভাব মানুষের মাঝেও ত্রাণ বিতরণ চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.