নাটোরের গুরুদাসপুরে ১০০০ পরিবারের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতার ঈদসামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে সাময়িক কর্মবিরতীতে থাকা চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।

আজ রোববার সকালে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত ৮০ জন চা দোকানী ও সেলুন কর্মচারীদের মাঝে ওই সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, আ-লীগ নেতা মাসুদ সরকারসহ প্রমুখ।

আহম্মদ আলী মোল্লা বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার কর্মহীন, অসহায়, হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হবে। এর আগে করোনায় কর্মহীন অসহায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমার এই খাবার সহযোগিতা অব্যহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.