বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের টাউন ক্লাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিনসহ অন্যরা।
এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা বীর প্রতিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সভায় সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মাওলানা আব্দুল মতিন। #

















