BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (আজ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের কিছু কর্মকাণ্ডে ক্যাম্পাসে উত্তেজনা ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

ছাত্রদল নেতারা আরও জানান, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাকসু জিএসের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

মানববন্ধন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে রাবি প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির পেশাগত মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত রোববার (গতকাল) বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে টাঙানো একটি ব্যানার রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রাবি ছাত্রদলের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম পেলেন ডাব প্রতীক মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক বাগেরহাটে বিএনপির মনোনীত চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ : ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্পের, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি রাজশাহী মহানগর শাখার জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন