নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। তারই ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্নাতক পর্যায়ের গবেষণাভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ইউনিভার্সিটি ফিজিক্স কম্পিটিশন (ইউপিসি) ২০২৫’-এ অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছে রুয়েটের একটি দল।
ইউপিসি একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক একাডেমিক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেই অংশগ্রহণের সুযোগ পান। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৮৩৮টি দল অংশ নেয়। এর মধ্যে মাত্র ১৬টি দল স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়। সেই গৌরবময় তালিকায় স্থান করে নেয় রুয়েটের ‘টিম ৪৯৬’।
এটি ইউপিসিতে রুয়েটের কোনো দলের প্রথম স্বর্ণপদক অর্জন। পাশাপাশি, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত তৃতীয় দল হিসেবে ইতিহাসে নাম লেখাল রুয়েট।
বিজয়ী দলের সদস্যরা হলেন, রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১ সিরিজের শিক্ষার্থী রুদ্র কর্মকার ও সানজিদা ইসলাম মৌ। দলের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন একই বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ৭ থেকে ৯ নভেম্বর। এতে অংশগ্রহণকারী দলগুলোকে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একটি বাস্তবভিত্তিক জটিল সমস্যা বিশ্লেষণ করে গবেষণাধর্মী প্রবন্ধ প্রস্তুত করতে হয়। প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ১৫ জানুয়ারি।
এই আন্তর্জাতিক সাফল্যে রুয়েট পরিবারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এক বার্তায় তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ের এই সাফল্য রুয়েটের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের গবেষণামুখী মনোভাব ও একাডেমিক উৎকর্ষের এটি একটি উজ্জ্বল উদাহরণ। আমি বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সাফল্য ভবিষ্যতে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















