BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ছয়তলা ছাত্রাবাস পাচ্ছে এডওয়ার্ড কলেজ

ছয়তলা ছাত্রাবাস পাচ্ছে এডওয়ার্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের আবাসন সংকট কাটাতে সরকারি এডওয়ার্ড কলেজে ছয়তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবি ট্রাস্টের উদ্যোগ ও কাতার চ্যারিটির অর্থায়নে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের সাবেক শিক্ষক প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা ও এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য।

এসময় কলেজের সাবেক ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন, এবি ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শতবর্ষী এ কলেজে শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের। পূর্বে বিভিন্ন মাধ্যমে এ সংকট ঘুচানোর চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি।

তবে এ সংকটের কথা শুনে মাসখানেক আগে এবি ট্রাস্টের চেয়ারম্যান এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষ থেকে স্বপ্রণোদিতভাবে ছাত্রাবাস নির্মাণের কথা জানানো হয়। এরপর অত্যন্ত দ্রুততর প্রক্রিয়া শেষে কাতার চ্যারিটির অর্থায়নে ৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ছাত্রাবাসটি নির্মাণ হতে যাচ্ছে।

এই ছাত্রাবাসের মাধ্যমে কিছুটা হলেও ছাত্রদের আবাসন সংকট ঘুচবে জানিয়ে শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর কলিমুদ্দিন বলেন, কলেজে আমাদের আবাসন সংকট দীর্ঘদিনের।

এবি ট্রাস্টের পক্ষ থেকে সেসময় ছাত্রাবাস নির্মাণের কথা জানানো হলেও পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা এটি নিয়ে এতোটাও আশাবাদী ছিলাম না। কিন্তু এতো দ্রুত সময়ে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ কাজ শুরু হচ্ছে এটিতে আমরা সত্যিই আপ্লুত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা