পবায় দানাদার বিষ প্রয়োগ করে রাজহাঁস মেরে ফেলার অভিযোগ

পবা (রাজশাহী) প্রতিনিধি: পবায় মরিচের জমিতে দানাদার বিষ ছিটিয়ে রাজহাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পবা থানাধীন ৮ নং বড়গাছী ইউনিয়নের মাধবপুর (প্রথম পাড়া) গ্রামের মোঃ আঃ সাত্তার জানান, আমি একজন দিনমজুর, দিন আনি দিন খায়। কাজ করে সংসার চালাই।

পাশাপাশি আমার স্ত্রী কিছু হাঁস-মুরগি পালন করে কোনভাবে সংসার চলে যায়। আমি শ্রমিক, সকালে বাসা থেকে বের হয়ে যাই আর বিকালে বাসায় আসি।

গতকাল বাসায় আসলে আমার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আমাকে জানায়, আমাদের রাজহাঁসগুলো বাড়ির থেকে ১০০ গজ দুরে শামশুলের মরিচের জমিতে মরে পড়ে ছিল।

একই গ্রমের শামসুল আলম উদ্দেশ্য প্রনোদিত ভাবে কাউকে না জানিয়ে তাঁর জমিতে দানাদার বিষ ছিটিয়ে আমার ১২টি রাজহাঁস মেরে ফেলেছে। আমি তাকে বলতে গেলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে ও আমাকে হুমকি-ধামকি দেয়।

সরেজমিনে দেখা যায় যে, শামসুলের মরিচের জমিতে লাল নিশানা ছাড়াই দানাদার বিষ ছিটানো আছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০.০০ ঘটিকায় এ ব্যাপারে পবা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পবা থানার ডিউটি অফিসার মোঃ সেলিম রেজা অভিযোগের বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পবা (রাজশাহী) প্রতিনিধি মেরাজ মোল্লা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.