কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : জরিমানা আদায়

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৭মে) বেলা ১২ টার দিকে বাজারের কাষ্টমমোড়ে দুই মোটরসাইকেল চালককে অপ্রয়োজনীয় ঘোরাফেরার দায়ে ১৮২০ সালের ১৬৮ ধারায় দুজনকে ৫’শ করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে ৬৬ ধারায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনার নেতৃত্বে ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, অফিস সহকারি রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহুর রহমান সহ একদল পুলিশ সদস্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা ( চুয়াডাঙ্গা ) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.