BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বপ্নের পথে বড় এক লাফ দেওয়ার সুযোগ হারাল আর্সেনাল

স্বপ্নের পথে বড় এক লাফ দেওয়ার সুযোগ হারাল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: দিনের শুরুতে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল আর্সেনালের সামনে। ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থাস সুসংহত করার সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারল না দলটি। নটিংহ্যাম ফরেস্টের মাঠে জালের দেখাই পেল না তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে আক্রমণে আধিপত্য করেও, ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ফিরেছে মিকেল আর্তেতার দল।

লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল তারা। ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

দিনের প্রথম ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, একটি ম্যাচ অবশ্য কম খেলেছে দলটি।

বার্নলির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।

পজেশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবলে বারবার সুযোগ তৈরি করলেও, লক্ষ্যে শটই রাখতে পারছিল না আর্সেনাল। ২৯তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন গাব্রিয়েল মার্তিনেল্লি, সতীর্থের পাস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে শটও নেন তিনি; কিন্তু অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে গোলের জন্য আর্সেনাল আটটি ও ফরেস্ট তিনটি শট নেয়, কারোর প্রচেষ্টাই লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্তিনেল্লিকে তুলে লিয়ান্দ্রো ত্রোসারকে নামান আর্সেনাল কোচ। ৫৭তম মিনিটে একসঙ্গে আরও তিনটি পরিবর্তন করেন তিনি; ননি মাদুয়েকে, ভিক্তর ইয়োকেরেশ ও মার্টিন ওডেগোরের বদলি হিসেবে বুকায়ো সাকা, গাব্রিয়েল জেসুস ও মিকেল মেরিনোকে নামান কোচ।

এর পরপরই লক্ষ্যে প্রথম শট রাখতে পারে আর্সেনাল। মিডফিল্ডার ডেক্লান রাইসের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক। ৬৫তম মিনিটে রাইসের ক্রসে কোনাকুনি হেড করেন সাকা, সেই দফায়ও ঝাঁপিয়ে বল পোস্টের বাইরে পাঠান গোলরক্ষক মাটস সেলস।

পাঁচ মিনিট পর কাছ থেকে জেসুসের শটও ঠেকিয়ে দলকে সমতায় রাখেন সেলস। বাকি সময়ে আর কোনো প্রচেষ্টা লক্ষ্যে রাখতে পারেনি সবশেষ ২০০৩-০৪ মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী দলটি।

জবাবে ফরেস্ট পুরো ম্যাচে গোলের জন্য ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে দলটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীর ছয় আসনে ২৯ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু Xiaomi Unveils REDMI Note 15 Series in Bangladesh with Three New Smartphones চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ জলঢাকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প পাকাকরণ রাস্তার কাজের তদারকি করছেন প্রকৌশলী তারিকুজ্জামান শহীদ জিয়ার ৯০ তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ বকশীগঞ্জে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ রাজশাহীতে ব্যতিক্রমী রোদ পোহানো উৎসব অনুষ্ঠিত আলেম-ওলামারা হচ্ছেন সমাজের নেতা : মিলন রাজশাহীতে বিষ মিশিয়ে খাবার ছিটিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ