নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়ন(আরইউজে) এর ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী অনুষ্টিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শেস হয়েছে।
রোববার (১৮ জানুয়ারী) ফাইনাল খেলায় টেলিভিশন ক্যাপিট্যাল ৯ উইকেটে বেতার ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা আব্দুল আউয়ালের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।
এ সময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ জাহাঙ্গীর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্টানটি সঞ্চলনা করেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















