BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা

জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি: জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পক্ষে সব রাজনৈতিক দলই রয়েছে। সেই সনদের পক্ষেই আজকে গণভোট হতে যাচ্ছে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে।

ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট দেওয়া হয়ে গেছে। এই অবস্থা বদলাতেই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি হলে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।

কক্সবাজার জেলার নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় আরও বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কক্সবাজারের পুলিশ সুপার এ এস এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান।

গণভোটের প্রচার-প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব।

সভা শেষে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে। যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা না এর পক্ষে প্রচার করবে, আর যারা জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম-ক্রস ফায়ার চায় না তারাই ‘হ্যাঁ’-তে ভোট দেবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিজিবির অভিযানে দুটি পৃথক অভিযানে মাদক জব্দ জামালপুর সদর আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম পেলেন ডাব প্রতীক মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক বাগেরহাটে বিএনপির মনোনীত চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনায় ৫টি আসনের মধ্যে ৩টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ : ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘চূড়ান্ত হামলার’ প্রস্তুতি ট্রাম্পের, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী আর পিছু হটার সুযোগ নেই, ট্রাম্পের হুঁশিয়ারি রাজশাহী মহানগর শাখার জিয়া মঞ্চের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন