BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

“ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ

“ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স¤প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের বার্তা নিয়ে হিন্দু-সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে এক বৃহৎ মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃহারুনুর রশীদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও উপজাতি স¤প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উত্তরবঙ্গের বৈষব সংঘের প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাসএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন,“বাংলাদেশ সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মিলনস্থল। আমরা ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজন নয়-বৈষম্যহীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে চাই। সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও এই জনপদের সার্বিক উন্নয়নে বিএনপি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে আরও শক্ত অবস্থানে।”

তিনি আরও বলেন, সংখ্যালঘু স¤প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।

সভায় আরও বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন চৌধুরী, কালিনগর হাটপাড়া মন্দিরের সম্পাদক বিধান কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তরুণ কুমার সাহা, কল্পনা মূরমু, অপূর্ব সরকার, কালীতলা হরিসভা দুর্গামন্দিরের সম্পাদক বিধান কর্মকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা শ্রী ভক্তিচন্দ্র শীল এবং হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী রাজন হরিজনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন।

এসব দাবির বাস্তবসম্মত সমাধানে আন্তরিক আশ্বাস দেন হারুনুর রশীদ।

মতবিনিময় সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা