BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার

পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

ইরানে চলমান বিক্ষোভ ও মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় অঞ্চলটিতে উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, তখনই এমন ঘোষণা আসলো। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন তার “মৌলিক অবস্থান” ব্যাখ্যা করেছেন যে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো দরকার।

রাশিয়া মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং সব পক্ষের অংশগ্রহণে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান-সংক্রান্ত ঘটনাবলি নিয়ে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন স্তরে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।

পৃথক এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পুতিন ইরান ও মদধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত হ্রাসের ওপর জোর দেন।

তারা বলেন, সব সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

এ সময় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

গত বছরের শেষের দিকে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও রিয়ালের মূল্যহ্রাস এমন নানান প্রেক্ষাপটে এই বিক্ষোভ শুরু হয়ে পরবর্তীতে তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।

ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ব্যাপক নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, তবে পরে তিনি সে অবস্থান থেকে সরে আসেন। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও সংবাদ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এর হিসাবে বিক্ষোভে ২,৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ