নাটোর শহরে এমপি রত্না আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের করোনা ভাইরাসজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন দরিদ্র ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এমপি রত্না আহমেদ।
আজ বৃহস্পতিবার সকালে তিনি শহরের পশ্চিম বড়গাছা বৌ বাজারের পশ্চিমে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় এমপির সাথে ছিলেন, শফিকুল ইসলামসহ এমপির স্বেচ্ছাসেবকবৃন্দ।
থাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল, ডাল, তেল ,আলু, লবন ও সাবান।
এমপি রত্না আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর নিজের ও পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত ফুড ব্যাংক থেকে তিনি এই থাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন, দরিদ্র মানুষদের মধ্যে তাঁর এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.